শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বিএনপি সরকার গঠন করলে আগামীতে কৃষিকে উন্নত প্রযুক্তিতে সমৃদ্ধ করবে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪৮, ২ অক্টোবর ২০২৫

বিএনপি সরকার গঠন করলে আগামীতে কৃষিকে উন্নত প্রযুক্তিতে সমৃদ্ধ করবে

মতবিনিময় সভা

বিএনপি সরকার গঠন করলে আগামীতে কৃষিকে উন্নত প্রযুক্তিতে সমৃদ্ধ করা হবে। আওয়ামী লীগের শাসনামলে খালগুলো দখল হয়ে গেছে। ফলে কৃষকের কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে। খালগুলো উদ্ধার করে কৃষকের সেচ ব্যবস্থা করা হবে। শিল্প উন্নয়নের ফলে কৃষি জমি কমেছে। শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে হবে। তাই কৃষিকে প্রযুক্তি নির্ভর করতে না পারলে অন্য দেশের ওপর আমাদের খাদ্যে নির্ভর হতে হবে। 

বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় নব নির্বাচিত সোনারগাঁ উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামীলীগ কৃষিতে ভূর্তকির টাকা লুট করেছে। বিএনপি সরকারে আসলে কৃষি, সহজ শর্তে কৃষি ঋণ, উন্নত মানের বীজ দিয়ে কৃষকদের সহযোগিতা করা হবে। খাদ্য ঘাটতি কমামোর চেষ্টা করা হবে। কৃষিকে বাঁচিয়ে রাখতে হলে শিল্প প্রতিষ্ঠানের মালিককে পরিবেশ বান্ধব বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনে বাধ্য করা হবে।

আল মুজাহিদ আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে চ্যালেজিং। লুটপাটের বাংলাদেশকে বিশ্বের উন্নত রাষ্ট্রে রূপ দিতে হবে। তাই সংসদে সৎ, যোগ্য ও শিক্ষিত ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে। তাই ভোটারদের দ্বারে দ্বারে শিক্ষিত ব্যক্তির জন্য ভোট চাইতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন মল্লিক, যুগ্ম আহ্বায়ক মো. শাহআলম মিয়া, শিবির আহমেদ, মোক্তার হোসেন, নাসিরউদ্দিন, হেদায়েত উল্লাহ, পাভেল মিয়া, মো. হোসেন মিয়া, আব্দুর রশিদ মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য মাসুম মিয়া, সোহেল মিয়া,বাবুল হোসেন, ওমর ফারুক, আব্দুল হাকিম মিয়া প্রমুখ।