শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

শিল্পপতিরা ঘোষণা দিয়ে অনুদান দেয়, আমরা কী ভিখারি? প্রশ্ন আশার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫

শিল্পপতিরা ঘোষণা দিয়ে অনুদান দেয়, আমরা কী ভিখারি? প্রশ্ন আশার

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা আবুল কাউসার আশা বলেছেন, অনেকে বলে অমুক শিল্পপতি অনুদান দিচ্ছে দশ হাজার পনেরো হাজার করে। আমরা কী ভিখারি। অনুদান দিতে হলে তা দিতে হয় গোপনে। এটা আমার উপহার। ঘোষণা দিয়ে যারা নতুন করে এসে এগুলো করছেন। আপনারা সমাজের একটি গোষ্ঠীকে গরীব বুঝাতে চাচ্ছেন?

রোববার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ডে লেদারার্স এলাকায় পূজা মন্ডপ পরিদর্শনকালে একথা বলেন তিনি।

তিনি বলেন, আপনারা যখন ছিলেন না তখন আমার ভাইয়েরা পূজা করেছে। যখন থাকবেন না নমিনেশন না পেয়ে চলে যাবেন তখনও তারা পূজা করবে। এগুলো করবেন না।

সংখ্যালঘু কনসেপ্ট থেকে বের হয়ে যান। আমরা সকলে বাংলাদেশী। এখানে আমরা সকলে মিলে একসাথে বসবাস করি। আমরা এভাবেই বড় হয়েছি। এখানে দাঙ্গা ফ্যাসাদের কোন সুযোগ নেই। শুধু আপনারা নয়, মুসলমানদের মাজারও ভাঙা হচ্ছে।