শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জের ৫ টি আসনে বিএনপির মনোনয়নের বিষয়টি গুজব : রিজভী 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০২৫

না.গঞ্জের ৫ টি আসনে বিএনপির মনোনয়নের বিষয়টি গুজব : রিজভী 

ফাইল ছবি

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন চূড়ান্তের বিষটি গুজব বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানান তিনি। 

এসময় রিজভী বলেন, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের একটি তালিকা পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত তালিকাটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। তালিকাটি বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্টকৃত তালিকাটির বিষয়ে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

বিএনপির প্যাডে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় নারায়ণগঞ্জ-১ আসনে কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনে শাহ্ আলম ও নারায়ণগঞ্জ ৫ আসনে সাবেক এমপি আবুল কালাম বিএনপির মনোনয়ন পেয়েছেন বলে দাবী করা হয়।