
আহমেদুর রহমান তনু
জেলা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক আহমেদুর রহমান তনু বলেছেন, "আমরা সবাই বাংলাদেশী, আমরা বাঙ্গালী এর উপরে আমাদের কোন পরিচয় নেই। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী। দেশের স্বার্থে আমরা সবাই এক।
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে বাংলাদেশ পেয়েছি এ অর্জণ কোন ভাবেই ভূলুণ্ঠিত হতে দিবো না। "
বুধবার রাতে ফতুল্লা ডিআইটি মাঠ সংলগ্ন শ্রী শ্রী শ্যামাকালী মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম,সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা রিপেটার্স ক্লাবের সাধারন সম্পাদক মনির হোসেন, পূজা কমিটির সাধারন সম্পাদক অর্জূন দাস, নারায়ণগঞ্জ জেলা নাগরিক পার্টির -এনসিপির সদস্য,তানজীমুল ইসলাম,আব্দুর রহমান গাফফারি, ফারদিন শেখ, নাঈম উদ্দিন সানি,আরিস,আব্দুল কুদ্দুস,রোহান এবং বাগছাস নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি নাজমুল ইসলাম, ফারাবি, শিথিল, মাহিম, রবিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।