
ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, দেবী দূর্গার অশুভকে দূর করার জন্য যে আয়োজন করা হয়েছে তাকে স্বাগত জানাই। আমরা যার যার বিশ্বাসে বিশ্বাসী। আপনারা আমার বাবাকে নির্বাচিত করেছেন, আমাকে নির্বাচিত করেছেন। কাউসারকেও আপনারা নির্বাচিত করেছেন। আগামী দিনে প্রার্থী হিসেবে আপনাদের কাছে আসবো, এ বিষয়ে কোন সন্দেহ নেই।
রোববার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ডে লেদারার্স এলাকায় পূজা মন্ডপ পরিদর্শনকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। আমরা হিন্দু মুসলমান ভাই বোনেরা সব একসাথে এই পূজা উদযাপন করি। বিশেষ করে বাঙালিরা সারা বিশ্বে এই উৎসব পালন করেন।
তিনি আরও বলেন, আমরা সকলে স্বতস্ফুর্ত ভাবে পূজা উদযাপন করছি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা আশাবাদী অতীতে যেমন উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হত ভবিষ্যতেও একই ভাবে পূজা উদযাপন হবে।