
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলাজুড়ে ৩১ টি পূজা মন্ডপে রাতভর ঘুরে ঘুরে পরিদর্শন, নিরাপত্তা তদারকি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ মামুনুর রশীদ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত সারারাত নির্ঘুম থেকে উপজেলার ৩১ টি মন্ডপে তিনি এ কার্যক্রম পরিচালনা করেছেন। তার দায়িত্বশীল কার্যক্রমে ধর্ম বর্ণ নির্বিশেষে উপজেলাবাসী খুশী হয়েছেন। তাকে উপজেলার এমন অভিভাবক হিসেবে অনেকে অভিহিত করেছেন যেমন অভিভাবক একটি পরিবারের সম্পূর্ণ ভরসাস্থল।
প্রায় প্রতিটি মন্ডপে সার্বিক খোঁজ খবর নেন তিনি। সেখানে কোথায় কি প্রয়োজন, কোথাও নিরাপত্তার ঘাটতি রয়েছে কিনা, কারো কোন দায়িত্বে অবহেলা আছে কিনা তা নিজেই দেখেছেন তিনি। এতে তার প্রতি উপজেলাবাসীর আস্থা বিশ্বাস বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এতে করে তার প্রতি মানুষের প্রত্যাশাও বেড়েছে অনেক।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তার রাসেল মিয়া, আনসার ভিডিপি কর্মকর্তা আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আড়াইহাজার চৌধুরী পাড়া পূজা মন্ডপসহ উপজেলার ৩১ টি মন্ডপ এবার পূজার রয়েছে। সবগুলো মন্ডপেই নিয়মিত যোগাযোগ রেখে কোন ধরনের প্রয়োজন হলেই সেখানে ছুটে যাচ্ছেন ইউএনও।