শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মানুষের সেবা করাই আমাদের উদ্দেশ্য : আবদুল জব্বার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২০, ৩০ সেপ্টেম্বর ২০২৫

মানুষের সেবা করাই আমাদের উদ্দেশ্য : আবদুল জব্বার

মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।

নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে বর্ষাকালে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হওয়ায় সংক্রমণের ঝুঁকি বেড়েছে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এর ধারাবাহিতায়  ৩০ সেপ্টেম্বর  মঙ্গলবার সকালে কাশীপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের উদ্যােগে ফ্রি হোমিও মেডিকেল ক্যাম্প ও ডেঙ্গু রোগের প্রতিষেধক ঔষধ বিতরণ করা হয়েছে।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।

এসময় তিনি বলেন মানুষের সেবা করা ই আমাদের উদ্দেশ্য, কারন আল্লহকে পেতে হলে মানুষের সেবা করতে হবে। জামায়াত শুধু রাজনীতি ই করেনা তারা মানুষের সেবা করে, মানুষের কল্যাণে সর্বদা পাশে থাকে। ইনশাআল্লাহ আগামতে এদেশের সকল মানুষের ভালোবাসা ও আস্থার জায়গা হিসেবে জামায়াকেই বেছে নিবে। বর্তমান ডেংগু মহামারী আকার ধারণ করেছে সে জন্য আমাদের সকলের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি রাষ্ট্রের আরো বেশী দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার।  
 
আরো উপস্থিত ছিলেন মহানগরী ইউনিটের সদস্ ডাঃ নুর ইসলাম, নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানা আমীর এ্যাডভোকেট আক্তার হোসেন, থানা সেক্রেটারি মোঃ সাইদুর রহমান, থানা বাইতুল মাল সম্পাদক মোঃ আল আমিন, মাওলানা আব্দুল করিম,  ডাঃ কানিজ শেখ, ওয়ার্ড সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ, মোঃ আব্দুল হক মোঃ নূর হোসেন, এবং আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল এবং স্থানীয় সাধারণ জনগণ ও কর্মীবৃন্দ । এতে চিকিৎসা গ্রহন ও ডেঙ্গু প্রতিষেধক ঔষধ গ্রহনের জন্য শতশত নারী পুরুষ ক্যাম্পে আসেন।