শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই : শরফ উদ্দিন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৮, ১ অক্টোবর ২০২৫

নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই : শরফ উদ্দিন 

ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জে সকলে মিলে সব ধরনের উৎসব উদযাপন করে। এবারও এমনটাই হবে বলে আশা করছি। নারায়ণগঞ্জে প্রশাসন যথেষ্ট নিরাপত্তার ব্যাবস্থা করেছে। নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই। কোন শঙ্কা রয়েছে বলে মনে করছি না।

বুধবার (১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনে পূজা মন্ডপ পরিদর্শনে এসে একথা বলেন তিনি। 

তিনি বলেন, নারায়ণগঞ্জের ঐতিহ্যের মতই এই পূজার আয়োজন হয়েছে। নারায়ণগঞ্জে ২৪১ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন পর্যন্ত পূজার যে পরিবেশ রয়েছে তাতে সন্তুষ্ট। 

তিনি আরও বলেন, সারা দেশের মত নারায়ণগঞ্জেও শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল বিসর্জনের মধ্য দিয়ে এটি শেষ হবে। এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়নি। সকলে এই উৎসব উপভোগ করছে।