
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ হোসেন মনাকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রাশেদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউজ গেইট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদে খবর পাওয়া যায় যে, কাঠপট্টি এলাকার মনির হোসেনের "শাহ-দেওয়ানবাগী ফার্নিচার মার্ট" নামক দোকানের সামনে এক ব্যক্তি বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। বিষয়টি অফিসার ইনচার্জকে অবহিত করলে তার নির্দেশে ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হোসেন মনাকে আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে এসআই মোঃ ওয়াসিম আকরাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে আসামীর দেহ তল্লাশি চালান। এসময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে দুইটি পৃথক পোটলা উদ্ধার করা হয়। একটি পোটলায় ৪ কেজি এবং অপরটিতে ৩ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, মাদক ব্যাবসায়ী মনাকে সাত কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।