শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

উঠান বৈঠকে বাবুলকে এমপি প্রার্থী হতে চাপ ভোটারদের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:১১, ১ অক্টোবর ২০২৫

উঠান বৈঠকে বাবুলকে এমপি প্রার্থী হতে চাপ ভোটারদের

উঠান বৈঠক

নারায়ণগঞ্জের বিশিষ্ট শিল্পপতি ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলকে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য চাপ দিচ্ছেন সাধারণ ভোটাররা। বিএনপির এক উঠান বৈঠকে বাবুলকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেন তারা। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) শহরের মিশনপাড়া এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ভোটার ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করার জন্য চাপ দেন তাকে। তারা জানান আগামী নির্বাচনে বাবুল প্রার্থী হলে নারায়ণগঞ্জবাসী বঞ্চিত হবে না। 

এসময় উঠান বৈঠক পরিচালনা করেন ইকবাল আহমেদ ও মোনাজাত পরিচালনা করেন নবাব সলিমুল্লাহ জামে মসজিদের খতিব ইমাম জামিল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আল আমিন, প্রবীর কুমার, কামরুল ইসলাম মজনু, শওকত রানা, গোলাম হোসেন, কামাল হোসেন, জামাল হোসেন, ইলিয়াস হাজী, খোকন।

উপস্থিত সকলেই তাদের বক্তব্যে আবু জাফর আহমেদ বাবুলকে প্রার্থী হিসেবে মাঠে নামতে অনুরোধ করেন।