মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মাদক কারবারি সিফাত গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫

মাদক কারবারি সিফাত গ্রেপ্তার 

ফাইল ছবি

বন্দরে দেশীয় ধারালো অস্ত্রসহ সিফাত (২৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় তার বসত ঘর তল্লাশি চালিয়ে ৩টি সুইচ গিয়ার, ১টি ক্ষুর, ১টি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল ও ২টি বড় ছোড়া উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সিফাত বন্দর থানার নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে। দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক ইদ্রিস আলী বাদী হয়ে ধৃত মাদক কারবারি বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪০(৯)২৫। ধৃতকে সোমবার দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর)  দিবাগত রাত ২টায় বন্দর  ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ উত্তর পাড়াস্থ ধৃত মাদক ব্যবসায়ী বসত বাড়িতে তল্লাশি চালিয়ে উল্লেখিত অস্ত্রসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা সূত্রে জানা গেছে,  ধৃত মাদক কারবারি সিফাত ও তার দুই সহযোগী টগর ও রাতুলসহ একটি সন্ত্রাসী গ্রুপ দীর্ঘ দিন ধরে নবীগঞ্জ এলাকায় অবাধে মাদক বিক্রি ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সিফাতকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ ছাড়াও অপর  সন্ত্রাসী টগর ও রাতুলকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।