মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

যৌতুক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাওনসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০২৫

যৌতুক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাওনসহ গ্রেপ্তার ২

প্রতীকী ছবি

বন্দরে যৌতুক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ ১৩৫ নং এমএন ঘোষাল রোড এলাকার আব্দুল রশিদ মিয়ার যৌতুক লোভী ছেলে আব্দুল্লাহ আল সাব্বির শাওন (৩২) ও একই থানার উইলসন রোড ৩নং গল্লি এলাকার নুরুল হক বেপারী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বাছের মিয়া (৩৮)। গ্রেপ্তারকৃতদের সোমবার (২৯ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (২৮ সেপ্টেম্বর)  রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
যৌতুক মামলার বাদিনী গণমাধ্যমকে জানায়, তার স্বামী আব্দুল্লাহ আল সাব্বির শাওন  যৌতুকের দাবিতে দীর্ঘ দিন ধরে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন চালিয়ে আসছিল। পাষান্ড স্বামীর অমানবিক নির্যাতন সইতে না পরে বিজ্ঞ আদালতে যৌতুক আইনে মামলা দায়ের করি। পুলিশ এ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।