মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

|

আশ্বিন ২০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে স্বাস্থ্য সহকারিদের ৬ ঘন্টা কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:০৪, ৫ অক্টোবর ২০২৫

বন্দরে স্বাস্থ্য সহকারিদের ৬ ঘন্টা কর্মবিরতি

ফাইল ছবি

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীরা বিভিন্ন দাবিতে ৬ ঘন্টা কর্ম বিরতি পালন করেছে। রোববার (৫ অক্টোবর) ৬ দফা দাবিতে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তারা এ কর্ম বিরতি পালন করেন।

কর্ম বিরতী পালন কালে বক্তারা বিভিন্ন দাবি তুলে ধরে বলেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মত রোগ থেকে সুরক্ষার জন্য প্রতিষেধক হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা দিয়ে থাকি। কিন্তু আমরা দীর্ঘ দিন ধরে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে আসলেও সংশ্লিষ্ট বিভাগ আমাদের দাবি বাস্তবায়ন না করায় আমরা সরকারের অন্যান্য সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম ভাবে বেতন বৈষম্যের শিকার হচ্ছি। তাই আমরা আমাদের ৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্ম বিরতি পালন করছি। দাবিগুলি হলো নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান করে ১৪তম গ্রেড প্রদান। ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে টেনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরন। পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তি উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ। পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শদের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে। বেতন স্কেলে উন্নীতকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক,স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুন:নির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে। পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স সম্পূর্নকারী স্বাস্থ্য মহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসাবে গণ্য করে সরাসরি ১১তম গ্রেড দিতে হবে।
কর্মবিরতী  পালনকালে  বক্তব্য রাখেন সভাপতি মুহাম্মদ আল মামুন, সাধারণ সম্পাদক আবুল হাসান, যুগ্ম সম্পাদক রাজিবুল হক, সাংগঠনিক সম্পাদক উম্মে রুম্মান রিক্তা প্রমুখ।