ফাইল ছবি
নারায়ণগঞ্জে দলীয় প্রার্থীর বিরুদ্ধাচারণ করায় জেলা ও মহানগর যুবদলের দুই নেতাকে শোকজ করেছে জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা নিশ্চিত করা হয়।
এসময় দলীয় প্রার্থীর বিরুদ্ধাচারণ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক মোঃ শহীদুর রহমান স্বপন ও মহানগর যুবদলের সদস্য শহীদুল ইসলামকে শোকজ করা হয়।
আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়।

