সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

র‍্যাবের গোয়েন্দা দলকে এলোপাতাড়ি গুলি, নারী গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৮, ১৭ নভেম্বর ২০২৫

র‍্যাবের গোয়েন্দা দলকে এলোপাতাড়ি গুলি, নারী গুলিবিদ্ধ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদকে ধরতে অভিযানে যায় র‍্যাবের গোয়েন্দা দল। বিষয়টি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে জাহিদ ও তার সহযোগীরা। এতে পাশের বাড়ির এক গৃহবধূ গুলিবিদ্ধ হন। রবিবার (১৬ নভেম্বর) বিকালে মাসদাইর গাইবান্ধা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ গৃহবধূর নাম জবা আক্তার (২২)। তিনি গাইবান্ধা বাজার এলাকার ভাড়াটিয়া মো. রহিম উদ্দিনের স্ত্রী। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় মাসদাইর এলাকায় কৃষক দলের নেতা নাহিদুর রহমান পারভেজের ওপর হামলা ও গুলি চালায় সন্ত্রাসী জাহিদ এবং তার সহযোগীরা। জাহিদের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানায়। এ ঘটনার পর জাহিদকে ধরতে তৎপরতা শুরু করে র‍্যাব-১১। বিকালে গাইবান্ধা বাজার এলাকায় র‍্যাবের গোয়েন্দা দল যায়। বিষয়টি বুঝতে পেরে জাহিদ ও তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে পাশের বাড়িতে রান্নার সময় ওই নারী গুলিবিদ্ধ হন। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গৃহবধূর স্বামী মো. রহিম উদ্দিন জানান, তার স্ত্রী বাড়িতে রান্না করছিলেন। হঠাৎ একটি গুলি এসে বুকে লাগে। খবর পেয়ে তিনিসহ আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, ‘জাহিদের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে। তাকে ও তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‌‘র‍্যাবের গোয়েন্দা দল সন্ত্রাসী জাহিদকে গ্রেফতার করতে গেলে র‌্যাবের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে একজন নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর জাহিদকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।’ 

র‍্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সন্ত্রাসী জাহিদ ও তার সহযোগীদের বিষয়ে খোঁজখবর নিতে র‍্যাবের গোয়েন্দা দল সেখানে যায়। র‍্যাবের অভিযানকারী দল পৌঁছানোর আগেই সন্ত্রাসী জাহিদ ও তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।’