মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

খালেদা জিয়া, তারেক রহমানের সিদ্ধান্ত মানেন না, বিএনপিকে মানেন না, মানেন কাকে? 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫০, ১৮ নভেম্বর ২০২৫

খালেদা জিয়া, তারেক রহমানের সিদ্ধান্ত মানেন না, বিএনপিকে মানেন না, মানেন কাকে? 

মমিনুর রহমান বাবু

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেছেন, আমরা সিদ্ধিরগঞ্জে যে নোংরামি দেখেছি এটা আমাদের দলের জন্য ও তারেক রহমানের জন্য বিব্রতকর অবস্থা। এখানে অনেক অঙ্গ সংগঠনের ব্যানার ব্যাবহার করেছে, আমার স্বেচ্ছাসেবক দলের ব্যানারও ব্যাবহার করা হয়েছে। আমার সিদ্ধিরগঞ্জের তৃণমূল নেতাকর্মীরা সেখানে ছিল না। বর্তমান কমিটির কোন নেতাকর্মী যদি সেখানে থেকে থাকে তাহলে আমি আজকেই অব্যাহতি- নেবো।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সিদ্ধিরগঞ্জে এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, আপনি আমার সংগঠনের ব্যানার ব্যাবহার করবেন। আমি সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যের কমিটি করেছি। সেই কমিটির একজনও ছিল না। তবুও আপনি আমার সংগঠনের নাম ব্যাবহার করেছেন। আপনি আমার সংগঠনের নাম ব্যাবহার করবেন কেন?

আজকের পর থেকে যদি আমার স্বেচ্ছাসেবক দলের ব্যানার ব্যাবহার হয়। আমার সাথে যারা আছে তারেক রহমানের সাথে যারা আছে তাদের নামের ব্যানার ব্যাবহার হলে কীভাবে প্রতিরোধ করবো, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না।

আপনারা তারেক রহমানের সিদ্ধান্ত মানেন না। আপনারা খালেদা জিয়ার সিদ্ধান্ত মানেন না, বিএনপিকেও মানেন না। আপনারা মানেন কাকে? আপনারা ওয়াদাবদ্ধ ছিলেন ধানের শীষের পক্ষে কাজ করবেন। আপনারা ওয়াদা রাখেননি। আমি অনুরোধ করবো আপনারা দলের জন্য অনেক কিছু করেছেন, এমন কিছু করবেন না যাতে দলের ক্ষতি হয়।