বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জে শেখ হাসিনার রায়কে ঘিরে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১৭ নভেম্বর) শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা।
মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আওয়ামী লীগ নাশকতা করে মানুষের মনে আতংক সৃষ্টি করতে চাইছে। আমরা বাংলাদেশের মানুষের পক্ষে এখানে এসেছি। বাংলাদেশের মানুষ চায় সুষ্ঠু বিচারের মাধ্যমে যেন এ রায় ঘোষণা করা হয়।
বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল বলেন, জুলাই আন্দোলনে আপনারা দেখেছেন কত মানুষকে তারা হত্যা করেছে। আমরা চাই এর বিচার যেন সুষ্ঠু ভাবে হয়।
সমাবেশ শেষে মিশনপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি বঙ্গবন্ধু সড়ক অতিক্রম করে পুনরায় চাষাঢ়ায় এসে শেষ হয়।
এসময় নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, ফতেহ মোহাম্মদ রেজা রিপনসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

