সমাবেশ
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের ছোট ভাই ব্যবসায়ী ও সমাজসেবক রাকিবুর রহমান রাকিব বলেছেন, আড়াইহাজারের মাটিতে কোন দালালের স্থান নেই। আমরা দালালদের বিরুদ্ধে মিছিল করবো। তিনদিন আগে থেকে তারা প্ল্যান করে আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য আজ তারা মশাল মিছিল করেছে। মশাল মিছিল কারা করে? আওয়ামী লীগ মশাল মিছিল করে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) আড়াইহাজারে মনোনয়ন বঞ্চিত আতাউর রহমান খান আঙ্গুর ও মাহমুদুর রহমান সুমনের বহিষ্কারের দাবীতে মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, ভাল মানুষের দাম নেই। যারা দালালি করে তাদের শায়েস্তা করতে হবে। আমরা তাদের ভালবাসি। কিন্তু তারা আওয়ামী লীগকে ভালবাসা ছাড়তে পারেনি। তারা বাবুর প্ররোচনায় মশাল মিছিল করেছে। চাচা ভাতিজা ও ফুপু একসাথে নেমেছে।
তাদের প্রতিহত করতে আমাদের দুই মিনিটও লাগতো না। কিন্তু আমরা বলছি তারা দালালি করে, করুক। ১৭ বছর তারা দালালিই করেছে।

