ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুরের বহিষ্কারের দাবী জানিয়ে বিক্ষোভ করেছেন নজরুল ইসলাম আজাদের অনুসারীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এই বিক্ষোভ মিছিল বের করেন আজাদের অনুসারীরা।
এসময় মাহমুদুর রহমান সুমন ও আতাউর রহমান খান আঙ্গুরকে বহিষ্কারের দাবী জানান আজাদের অনুসারীরা।
এর আগে সন্ধ্যার পর আজাদের মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে মনোনয়ন বঞ্চিত তিন নেতা সুমন, আঙ্গুর ও পারভীনের অনুসারীরা একত্রিত হয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে মশাল মিছিল বের করেন। এর প্রতিক্রিয়াতেই মিছিল বের করেন আজাদের অনুসারীরা।

