মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ককটেল বিস্ফোরণের ঘটনায় রূপগঞ্জে যুবলীগের নিষিদ্ধ কর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪৩, ১৭ নভেম্বর ২০২৫

ককটেল বিস্ফোরণের ঘটনায় রূপগঞ্জে যুবলীগের নিষিদ্ধ কর্মী গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারেক রহমান (২৬) নামের এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার পূর্বাচল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তারেক রূপগঞ্জ সদর ইউনিয়নের মৃত নুর মোহাম্মদের ছেলে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা টানা দুই দিনের শাটডাউন সফল করতে রবিবার গভীর রাতে পূর্বাচলের তিনশ ফুট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে যুবলীগ কর্মী তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।