সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে লকডাউনের প্রতিবাদে মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৬, ১৬ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে লকডাউনের প্রতিবাদে মশাল মিছিল

মশাল মিছিল

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে মশাল মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। 

রোববার (১৬ নভেম্বর) রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে এই মশাল মিছিল বের করেন তারা।

এসময় গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন বলেন, আওয়ামী লকডাউন/শাটডাউন এসব নারায়ণগঞ্জবাসী গোনে না। বিচারের আগে আওয়ামিলীগের রাজনীতি করার কোন অধিকার নেই।

এসময় নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক মুনাসহ গণসংহতি আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।