বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৭ নভেম্বর) ফতুল্লায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, ফতুল্লা থানা তাঁতী দলের সদস্য সচিব মীর ইমন, ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ ইব্রাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

