সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে শহীদ পরিবারগুলোর সন্তোষ, দ্রুত কার্যকরের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৪, ১৭ নভেম্বর ২০২৫

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে শহীদ পরিবারগুলোর সন্তোষ, দ্রুত কার্যকরের দাবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর জুলাই আন্দোলনে শহীদদের পরিবারগুলোর পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তারা দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর শহীদ পরিবারগুলোর প্রতিক্রিয়া জানতে চাইলে তারা এ মন্তব্য করেন।

শহীদ আদিল (১৫)-এর বাবা মো. আবুল কালাম বলেন, আলহামদুলিল্লাহ, আমরা এমন রায়ই আশা করেছিলাম। শেখ হাসিনা অবৈধভাবে ১৭ বছর ক্ষমতায় থেকে হাজারো মায়ের বুক খালি করেছে। খুন-গুমের দায়ে তার ১৭ বার ফাঁসির রায় হওয়া উচিত ছিল। চব্বিশের গণঅভ্যুত্থানে দুই হাজার ছাত্র-জনতা হত্যার জন্য তার দুই হাজার বার ফাঁসি হওয়া দরকার। তারপরও আমরা প্রত্যাশিত রায় পেয়েছি। এখন শুধু দ্রুত কার্যকর করার উদ্যোগ চাই।

জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা স্বজনের বাবা মো. জাকির হোসেন প্রতিক্রিয়া দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমি কথা বলতে পারছি না… শরীরও ভাল নেই। যখন ফাঁসি কার্যকর হবে তখনই সন্তুষ্ট হবো। শুধু রায় নয়—সকল হত্যাকারীর ফাঁসি কার্যকর হলে তবেই আমি শান্তি পাবো, এর আগে না।

অন্যদিকে শহীদ রিয়া গোপের বাবা দীপক কুমার গোপ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।