প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে শেখ হাসিনার রায়কে ঘিরে জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের পাশাপাশি ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে ঘিরে নাশকতা রুখতে বিশেষ নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে জেলা পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার করতে ৯ টি স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও আমাদের ৪২ টি মোবাইল টিম কাজ করছে।
তিনি আরও বলেন, অনেক সময় নাশকতাকারীরা চেকপোস্ট ফাঁকি দেয়। এ কারণে ২৬টি স্পটে পিকেট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুলিশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে ঘিরে বিশেষ নিরাপত্তায় ব্যাবস্থা নেয়া হয়েছে। সাইনবোর্ড থেকে মেঘনা পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

