ফাইল ছবি
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ঘোষণার পর নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে পুলিশের টহল টিম কাজ করছে। এছাড়াও গ্রামীণ ব্যাংকসহ সকল আর্থিক প্রতিষ্ঠান এবং জুলাই স্মৃতিস্তম্ভসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
এর আগে গতকাল রাত থেকেই নারায়ণগঞ্জে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করে পুলিশ।

