ফাইল ছবি
নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের আওতাধীন ১৩নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান পারভেজ-এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহানগর কৃষক দল।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে শহরের মাসদাইর বাজারের বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে।
প্রকাশ্যে হামলার সময় পারভেজকে ছুরিকাঘাতে আহত করা হয় এবং প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলিও করা হয় বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। আহত পারভেজকে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন, সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির নাহিদ, সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মাহমুদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন খান ও দপ্তর সম্পাদক শওকত খন্দকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মহানগর কৃষকদলের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, "প্রকাশ্যে একজন রাজনৈতিক নেতার ওপর এমন বর্বরোচিত হামলা নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলার চরম অবনতি প্রমাণ করে। আমরা অবিলম্বে সকল হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।

