ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা। এসময় সিদ্ধিরগঞ্জবাসী ও বিএনপিকে নিয়ে কটুক্তি করায় নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে সিদ্ধিরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এসময় মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি নেতাকর্মীরা বলেন, নারায়ণগঞ্জে ২০২৩ সালে বিএনপির পুনর্জাগরণ ঘটিয়েছিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন। আমাদের এ সরকার সেসময় দমন করতে পারেনি। আমরা গিয়াসউদ্দিনের নেতৃত্বে সেসময় আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন মিছিলের শেষ কর্মীটিকেও মূল্যয়ন করা হবে। আমরা এর প্রতিফলন দেখতে চাই।
তারা আরও বলেন, মান্নান সাহেব বলেছেন সারা বাংলাদেশে নাকি বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি করছে। তার কী যোগ্যতা আছে বিএনপির মনোনয়ন পাওয়ার? আমরা বিএনপির হাই কমান্ডের কাছে আহ্বান জানাই এই ব্যাক্তিকে বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা থেকে বাদ দেয়া হোক।
নেতাকর্মীরা বলেন, তিনি বলেছেন শীতলক্ষ্যার পশ্চিম পাড়ের মানুষেরা নাকি সন্ত্রাসী। সে কীভাবে আবার এখানে ভোট চাইতে আসে। আমরা প্রয়োজনে সিদ্ধিরগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করবো।
মানববন্ধন শেষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। এসময় মিছিলে মনোনয়ন পুনর্বিবেচনা ও সাবেক এমপি গিয়াসউদ্দিনকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করার দাবী জানান তারা।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

