বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পূর্বাচলের চারতলা ভবন থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৫, ২৬ নভেম্বর ২০২৫

পূর্বাচলের চারতলা ভবন থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের পূর্বাচল জলসিড়ি এলাকায় একটি চারতলা ভবন থেকে পড়ে মোঃ মোজাম্মেল আলী শিকদার (৬৯) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মোজাম্মেলের মেয়ে আয়েশা আক্তার বলেন, ‘আমার বাবা ঠিকাদারি কাজ করতেন। আজ তিনি পূর্বাচল জলসিড়ি এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ দেখার জন্য গিয়েছিলেন। অসাবধানতাবশত ৪তলা থেকে নিচে পড়ে যান। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই, তবে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘তাদের পরিবার উত্তর খানের কাচকুড়া এলাকার ১৭০/৭ নং বাসার মৃত আবেদ আলীর শিকদারের সন্তান। পরিবারে তিনি এক ভাই এক বোন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’