বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৪টি চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৭, ২৬ নভেম্বর ২০২৫

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৪টি চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের পরিচালিত অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং চারটি চুনা কারখানার ভাটি গুড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।

পিরোজপুর ইউনিয়ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ইকোনমিক জোনের গেটের পূর্ব পাশে ২টি, পশ্চিম পাশে ১টি এবং ঝাউচর বালুর মাঠের সামনে অবস্থিত আরও ১টি—মোট ৪টি চুনা ভাটিতে অভিযান চালিয়ে এক্সকেভেটরের সাহায্যে সেগুলো ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সায়মা রাইয়ান এবং তিতাস সোনারগাঁ জোনের ম্যানেজার (প্রকৌশলী) রবিউল আওয়াল

এ সময় আরও উপস্থিত ছিলেন—সহকারী প্রকৌশলী অনিক মিয়াসালাউদ্দিন, তিতাসের অন্যান্য কর্মকর্তা এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

তিতাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই উচ্ছেদ অভিযান চালানো হবে।