মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কাসেমীকে শোকজ করলো জমিয়ত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:২৯, ৮ ডিসেম্বর ২০২৫

কাসেমীকে শোকজ করলো জমিয়ত

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাসেমীকে খাস কমিটির বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সোমবার (৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা ফেরদৌসুর রহমান। 

ফেরদৌস জানান, গতকাল ঢাকায় দলীয় বৈঠকে মনির হোসাইন কাসেমীকে শোকজ করা হয়েছে। আমিও সেখানে উপস্থিত ছিলাম। আমার সাথেও সিনিয়র নেতৃবৃন্দরা কথা বলেছেন। এটি একটি স্বাভাবিক দলীয় প্রক্রিয়া, অন্য কিছু নয়।

এদিকে সোমবার সকালে কাসেমীকে দেয়া শোকজ নোটিশে বলা হয়, বিগত কয়েক মাসে বিভিন্ন সময়ে মনির হোসেন কাসেমীর আপত্তিকর কিছু বক্তব্য ও কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি সন্দেহাতীত ভাবে ক্ষুন্ন হয়েছে এবং সেগুলো দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিলও বটে। 

নোটিশে আরো বলা হয়, ইতোপূর্বে প্রাথমিক ভাবে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়ায় মৌখিক ভাবে মনির হোসেন কাসেমীকে সতর্কও করা হয়েছে,কিন্তু তারবক্তব্য ও কর্মকাণ্ডে সংশোধন পরিলক্ষিত  হয়নি,বরং পূর্বের ন্যায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন বক্তব্য তিনি দিয়েই যাচ্ছেন।

নোটিশে বলা হয়, এমতাবস্থায় কেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, এ ব্যাপারে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হল। 

এসময় পরবর্তী ১০ দিনের মধ্যে দলের সভাপতির বরাবর জবাব দাখিলের নির্দেশ দেয়া হয় কাসেমীকে। এই সময়ের মধ্যে জবাব পাওয়া না গেলে কিংবা জবাবে দল সন্তুষ্ট না হলে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে জানানো হয় দলের পক্ষ থেকে।