মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

|

অগ্রাহায়ণ ২৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এক কুলাঙ্গার আছে, শুধু খাই খাই করে: রেজা রিপন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৩২, ৮ ডিসেম্বর ২০২৫

এক কুলাঙ্গার আছে, শুধু খাই খাই করে: রেজা রিপন 

ফতেহ মোহাম্মদ রেজা রিপন

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, এই এলাকায় এক কুলাঙ্গার আছে। শুধু খাই খাই করে। কেউ খেতে আসে, কেউ দিতে আসে। দিতে এসেছেন মাসুদুজ্জামান ভাই। 

সোমবার (৮ ডিসেম্বর) বন্দরে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি বলেন, আপনারা গ্যাসের সমস্যার কথা বলেছেন। পাশাপাশি আরেকটি সমস্যা আমি দেখলাম সেটা হল এই এলাকার কৃষি জমি নষ্ট হচ্ছে ইট ভাটার কারণে। ইট ভাটার কারণে ঠিকমত ফসল হয় না। এই সমস্যা হচ্ছে খাই খাই পার্টির কারণে। তারা চাঁদাবাজির মাধ্যমে মোটা হচ্ছে। এদেরকে আর বড় জায়গায় নেয়া যাবে না। এদের ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত নিয়েছি, কিন্তু আপনাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। আপনাদের ভাগ্যের উন্নয়ন করতে দেশনায়ক তারেক রহমান ও বেগম খালেদা জিয়া যোগ্য একজন প্রাথী আপনাদের পাশে পাঠিয়েছেন। 

তিনি আরও বলেন, জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়াসহ বিএনপিকে বিজয়ী করতে বার বার কাজ করেছেন ঘরের ভেতরে থাকা আমার এই মা বোনেরা। তারাই আমাদের শক্তি।