ফাইল ছবি
মজলুম জননেতা ডক্টর অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সুস্থতা কামনায় তার প্রতিষ্ঠিত বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর সোমবার স্কুল প্রাঙ্গণে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা এই দোয়া মাহফিলে অংশ নেয়। এ সময় ডক্টর অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, ৭ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার অসুস্থ হয়ে পড়েন। তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ঠিকিৎসাধীন রয়েছে। এই অবস্থায় অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার সকলের কাছে দোয়া চেয়েছেন। অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ব্যক্তিগত সহকারী ও জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার তুহিন পারভেজ আলাল বলেন, তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ৭ ডিসেম্বর তাকে ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার তিনি তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

