শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মনোনয়ন না পাওয়ায় সংবর্ধনায় যাননি আঙ্গুর মনির

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:১৮, ২৬ ডিসেম্বর ২০২৫

মনোনয়ন না পাওয়ায় সংবর্ধনায় যাননি আঙ্গুর মনির

ফাইল ছবি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ বিএনপির দুই শীর্ষ নেতার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। নেতাকর্মীরা বলছেন মনোনয়ন না পাওয়ায় অভিমান থেকেই তারেক রহমানের গণসংবর্ধনায় যাননি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির ও সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর। 

২৫ ডিসেম্বর ঢাকার ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা দেয়া হয় তারেক রহমানকে। সংবর্ধনায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সংবর্ধনায় আসেন বিএনপি নেতাকর্মীরা। 

নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতাদের সকলেই ঢাকায় আসলেও আসেননি আঙ্গুর। দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেয়নি। তিনি আড়াইহাজার থেকে চারবার বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছেন। তবে এবার দল তাকে মনোনয়ন দেয়নি।

ইতিমধ্যে আড়াইহাজার আসনে নির্বাচন করার জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন আঙ্গুর। ধারণা করা হচ্ছে আসনটি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি। নির্বাচনের আগ মুহুর্তে বিএনপি থেকে পদত্যাগ করতে পারেন তিনি। একারণেই তিনি গণসংবর্ধনায় আসেননি।

এদিকে গণসংবর্ধনার এলাকায় রূপগঞ্জের কাছে হওয়ার পরেও দেখা যায়নি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরকে। এঘটনায় নেতাকর্মীদের মাঝে নানা গুঞ্জন দেখা দিয়েছে। রূপগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন কাজী মনির। মনোনয়ন না পাওয়ার মনোকষ্ট থেকেই গণসংবর্ধনায় তিনি আসেননি বলে ধারণা করা হচ্ছে।