শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে তনুর আগ্রাসন বিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:০৪, ২৬ ডিসেম্বর ২০২৫

বন্দরে তনুর আগ্রাসন বিরোধী মিছিল

ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আগ্রাসনবিরোধী প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে। হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এ মিছিলের আয়োজন করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) মিছিলটি সিরাজউদ্দৌলা ক্লাব মাঠের সামনে থেকে শুরু হয়ে নবীগঞ্জ কামাউদ্দিন মোড়ে এসে শেষ হয়। 

মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-৫ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আহমেদুর রহমান তনু। এতে অংশগ্রহণকারীরা হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ড একটি নৃশংস ঘটনা। দ্রুত সময়ের মধ্যে এই হত্যার বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অভি চৌধুরী, হৃদয় ভূঁইয়া, রিফাত হোসেন অন্তু, ফারদিন শেখ, পরশ, মোঃ স্বাধীন, সামি, মোহাম্মদ সাহেল, মুন্না, সিয়াম, ফাহিম, অনিক, মিদুল, আলিফ, অভি, হাবিব, নাঈম উদ্দিন সানি, আরমানসহ এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।