
ফাইল ছবি
নারায়ণগঞ্জে নাশকতার মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হলে জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদসহ আটক ছাত্রদল নেতাদের স্লোগানে আদালত চত্বর উত্তাল হয়ে ওঠে।
বুধবার (১৫ নভেম্বর) জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হয় তাদের। ছাত্রদল নেতাদের মামলার শুনানির খবরে সকাল থেকেই তাদের অনুসারীরা আদালত পাড়ায় জড়ো হয়।
এসময় সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে স্লোগান দিতে থাকেন ছাত্রদল নেতা মাসুদসহ আটক ছাত্রদল নেতাকর্মীরা।
এসময় তারা 'দিনের ভোট দিনে চাই, রাইতে কোন ভোট নাই' সহ নানা শ্লোগান দেন সেখানে।