
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের তোলারাম কলেজের শিক্ষা ক্যাডার অফিসার্স নির্বাচনে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মইনুল আশরাফ।
সোমবার (২৬ মে) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচনে ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মইনুল আশরাফ। তার নিকটতম প্রতিদ্বন্দী আনারুল ইসলাম ৪০ ভোট পেয়েছেন।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদক (পুরুষ) মোঃ মাজেদুল ইসলাম পলাশ ও যুগ্ম সম্পাদক (মহিলা) বদরুন্নাহার।
এদিকে কোষাধ্যক্ষ পদে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আয়নাল হক। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ শামসুল হক পেয়েছেন ৪৬ ভোট।