
ফাইল ছবি
আন্তর্জাতিক দাবা দিবস উদযাপন উপলক্ষে রোববার সেইলর চেকমেট নারায়ণগঞ্জ-২০২৫ ইন্টার স্কুল ইন্টারন্যাশনাল র্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী মহসিন ক্লাবে দিনব্যাপী এ টুর্নামেন্টে জেলা ও জেলার বাইরের বিভিন্ন স্কুলের ৬০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করছেন। টুর্নামেন্ট শেষে স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে দাবা বিষয়ক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।
৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের বিজয়ীদের জন্য থাকছে আকষর্ণীয় পুরস্কার, টি-শার্ট ও সার্টিফিকেট। এছাড়া কুইজ বিজয়ীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। সেইলর এর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতার এ টুর্নামেন্টের আয়োজন করছে নারায়ণগঞ্জের মহসিন ক্লাব।