ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে মাসুম হাওলাদার (৩৬) হত্যার ঘটনায় জড়িত আসামি মোঃ রানা ওরফে সোহেল ওরফে অটো রানা ওরফে জামাই রানাকে (৩০) গ্রেপ্তার করেছে পিবিআই।
সোমবার (২৪ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ রানা (৩০) বন্দর থানার নোয়াদ্দা খানকারবাড়ি এলাকার মৃত লিয়াকত হোসেনের ছেলে।
এর আগে গতকাল ফতুল্লার কায়েমপুর ওয়াপদার পুল এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে পিবিআই।
এর আগে ২০২২ সালের ৫ নভেম্বর বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন মাসুম। ৭ নভেম্বর সকালে বন্দর থানাধীন কুশিয়ারি এলাকার চন্ডীতলা কবরস্থানের পূর্ব পাশে খালের ডোবার থেকে মাসুমের লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে মাসুমের স্ত্রী শিরিন বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পিবিআই এর পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। পলাতক আসমিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

