মাদক ব্যাবসায়ী আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একান্ন পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- সিদ্ধিরগঞ্জের বিহারীপট্টি সুমিল পাড়া এলাকার আলী হোসেনের ছেলে মোঃ মুজাহিদ (৩২)।
এর আগে ভোরে সিদ্ধিরগঞ্জের বিহারী পট্টি এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

