শনিবার, ২৭ জুলাই ২০২৪

|

শ্রাবণ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

৩০০ টাকায় স্যালাইন বিক্রি করায় জরিমানা ২০ হাজার টাকা!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২১, ১৪ সেপ্টেম্বর ২০২৩

৩০০ টাকায় স্যালাইন বিক্রি করায় জরিমানা ২০ হাজার টাকা!

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

নারায়ণগঞ্জে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ৮৭ টাকা মূল্যের স্যালাইন ৩০০ টাকায় বিক্রির অভিযোগে এক ফার্মেসির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদর জেনারেল হাসপাতালের সামনে থাকা বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান চালানো হয়।

সংস্থাটির জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, এর মহাপরিচালকের নির্দেশে সারা দেশে ফার্মেসিতে অভিযান চলছে। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের সামনের ফার্মেসিগুলো মনিটরিং করার সময় ৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় ‘ফার্মেসি পয়েন্ট’ নামে একটি ওষুধের দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, অভিযানের খবর পেয়ে অন্য ফার্মেসির মালিকরা নির্ধারিত মূল্যে স্যালাইন বিক্রি শুরু করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সব ফার্মেসি মালিককে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কোন ওষুধ বা স্যালাইন বিক্রি না করতে সতর্ক করেন। মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।