মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

|

বৈশাখ ১৫ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ফিরছে ১২ লাখ মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০৫, ১৪ এপ্রিল ২০২৪

আপডেট: ২০:০৪, ১৪ এপ্রিল ২০২৪

নারায়ণগঞ্জে ফিরছে ১২ লাখ মানুষ

প্রতীকী ছবি

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়িতে যাওয়া কর্মজীবী ১২ লাখ মানুষ ফিরতে শুরু করেছে। 

রোববার (১৪ এপ্রিল) ঈদ ও পহেলা বৈশাখকে ঘিরে ছুটির শেষ দিন। কাল থেকে বেশীরভাগ অফিস, বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, দোকানপাট খোলা। এ কারণে কাজে যোগ দিতে আজকের মধ্যে ফিরবে গ্রামে যাওয়া মানুষ। 

যাত্রীকল্যাণ সমিতির তথ্য বলছে, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে নারায়ণগঞ্জে বসবাসকারী ১২ লাখ মানুষ জেলা ছেড়েছে। ঈদের আগে ছুটি পাওয়া সাপেক্ষে নারায়ণগঞ্জের সড়ক পথে, নৌ পথে, বিভিন্ন ব্যক্তিগত যানবাহনে করে তারা জেলা ত্যাগ করেন। 

সেই হিসেবে ১২ লাখ মানুষ এখন ফিরবে। তবে একসাথে এত মানুষ ফেরাকে কেন্দ্র করে যানজটের শঙ্কা থাকলেও জেলা ট্রাফিক বিভাগ বলছে এবার যানজটের শঙ্কা নেই কারণে আগেই যানজট নিয়ন্ত্রণে সম্ভাব্য সকল পদক্ষেপ নেয়া হয়েছে।