শনিবার, ২৭ জুলাই ২০২৪

|

শ্রাবণ ১১ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রিমালের প্রভাবে বেড়েছে শীতলক্ষ্যার পানি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৪:২৪, ২৮ মে ২০২৪

আপডেট: ১৪:২৯, ২৮ মে ২০২৪

রিমালের প্রভাবে বেড়েছে শীতলক্ষ্যার পানি

নারায়ণগঞ্জ, পাঁচ নং ঘাট

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নারায়ণগঞ্জে ভোর থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। উত্তাল সমুদ্র ও জোয়ারের ফলে বেড়েছে শীতলক্ষ্যা নদীর পানি।

সোমবার (২৭ এপ্রিল) শহরের পাঁচ নং ঘাট এলাকা ও খেয়াঘাট এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

রাতে ঘূর্ণিঝড়ের প্রভাবে খুব বেশি বৃষ্টি না হলেও ভোর হতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয় নারায়ণগঞ্জে। বেলা বাড়ার সাথে সাথে বাতাসের গতিবেগ ও বৃষ্টির তীব্রতাও বৃদ্ধি পায়। 

আবহাওয়া অধিদপ্তর জানায় উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস ও তীব্র জোয়ারের ফলে দেশের অভ্যন্তরে নদীগুলোতে পানি বেড়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

স্থলভাগে শক্তিক্ষয় করে ঘূর্ণিঝড়টি গভীর নিন্মচাপে রুপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।