শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

|

ভাদ্র ২৯ ১৪৩১

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

স্যার মিছিলে তো এলেন না, অন্তত জানাজায় আসিয়েন!

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৪৬, ৩ আগস্ট ২০২৪

আপডেট: ১৬:৪৭, ৩ আগস্ট ২০২৪

স্যার মিছিলে তো এলেন না, অন্তত জানাজায় আসিয়েন!

ফাইল ছবি

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও নিপীড়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নীরব ভূমিকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন ছাত্রছাত্রীরা।

নারায়ণগঞ্জের শিক্ষকদের নীরব ভূমিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ও দেয়াল লিখনে শিক্ষকদের মৃত হিসেবে ঘোষণা দিয়েছেন কেউ কেউ। কেউ আবার শিক্ষকদের অন্তত জানাজায় অংশ নেয়ার আবেদন জানান।

শনিবার (৩ আগষ্ট) নারায়ণগঞ্জে ৯ দফা দাবীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

এসময় বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বললে এমন প্রতিক্রিয়া জানান তারা। এসময় শিক্ষকদের ভূমিকায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা। 

সাইফুল ইসলাম নামে একজন দেয়ালে লেখা এই গ্রাফিতি ফেসবুকে নারায়ণগঞ্জ নামে একটি গ্রুপে পোস্ট করে সেটি নারায়ণগঞ্জ কলেজের শিক্ষকদের উৎসর্গ করেন।

এদিকে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা ও নিপীড়নের ঘটনায় শিক্ষকদের অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেছে। শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সুরক্ষা দিতে সর্বাত্মক চেষ্টা করছেন শিক্ষকদের বেশিরভাগ। তবে আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত ছাত্রদের পাশে দেখা যায়নি নারায়ণগঞ্জের শিক্ষকদের।