
অজ্ঞানপার্টির ৩ জন গ্রেফতার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মুসলিমপাড়া এলাকায় স্বামী স্ত্রীকে ভাতের সঙ্গে চেতনা নাশক ওষুধ খাইয়ে সর্বস্ব লুটে নেয়ার ঘটনায় দায়ের করা মামলায় স্বামী স্ত্রীসহ অজ্ঞানপার্টির ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- হারুন জমাদ্দার (৫৩), তার স্ত্রী শাহানাজ ওরফে কুলসুম (৩৮) ও রেজাউল গাজী (৩৮)।
রোববার চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গত ২৪ জুন রাতে মুসলিমপাড়া তাজুর মাঠ সংলগ্ন নিজাম মিয়ার বাড়ির দ্বিতীয় তলার ফ্লাটের ভাড়াটিয়া স্বামী স্ত্রীকে তাদের গৃহপরিচারিকা কুলসুম ভাতের সাথে চেতনা নাশক ওষধ খাইয়ে অজ্ঞান করে নগদ টাকা মোবাইল স্বর্নালংকার লুটে নেয়। এঘটনায় মামলা হলে প্রযুক্তির মাধ্যমে প্রথমে কুলসুমকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বামী ও তাদের এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। লুণ্ঠিত আংশিক মালামাল উদ্ধার করা হয়েছে। স্বর্নালংকার ও টাকা উদ্ধারের জন্য তিনজনকে আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করা হয়েছে।