শনিবার, ২৬ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আন্তর্জাতিক দাবা দিবসে মুগ্ধ চ্যাম্পিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০০, ২২ জুলাই ২০২৫

আন্তর্জাতিক দাবা দিবসে মুগ্ধ চ্যাম্পিয়ন

ফাইল ছবি

আন্তর্জাতিক দাবা দিবস সেইলর চেকমেট নারায়ণগঞ্জ-২০২৫ ইন্টার স্কুল ইন্টারন্যাশনাল র‍্যাপিড রেটিং টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৮ বিভাগে ৭ ম্যাচে শতভাগ জয় নিয়ে সাউথ পয়েন্ট স্কুলের রায়ান রশিদ মুগ্ধ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

এদিকে অনূর্ধ্ব-১৪ বিভাগে ৫.৫ পয়েন্ট পেয়ে সাউথ পয়েন্ট স্কুলের সাফায়েত কিবরিয়া আজান চ্যাম্পিয়ন হয়েছেন। অপরদিকে অনূর্ধ্ব-১০ বিভাগে নারায়ণগঞ্জ ফিলোসোফিয়া স্কুলের মোহাম্মদ মাবরুর রাদ ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। 

নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী মহসিন ক্লাবে টুর্নামেন্টে শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইপিলিয়ন গ্রুপের সিএসআর প্রধান নাজমুল আহসান, আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ ও চেজ বাংলাদেশ.কম সম্পাদক মোরসালিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মেরিনা জাহান।

নারায়ণগঞ্জ মহসিন ক্লাবের ব্যবস্থাপনায় ও সেইলরের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতার ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ টুর্নামেন্টে জেলা ও জেলার বাইরের বিভিন্ন স্কুলের ৬০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।