
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ জেলা এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ও ভোটার তালিকা চূড়ান্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন।
নারায়ণগঞ্জের মোট পাঁচটি সংসদীয় এলাকায় মোট ৭৯৫টি ভোটকেন্দ্র (অস্থায়ী ১টি কেন্দ্রসহ) এবং ৪ হাজার ৫৮৯টি ভোটকক্ষ (অস্থায়ী ১৭১টি কক্ষসহ) ব্যবহার করা হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জেলার মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৬০ হাজার ৩৪১ জন।
নারায়ণগঞ্জ-১ (নির্বাচনী এলাকা ২০৪) এলাকায় মোট ১২৮টি কেন্দ্রের ৭৬৩টি কক্ষে ৪ লাখ ৪ হাজার ৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৬৩৫, মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ৪৫১ এবং হিজড়া ভোটার ২ জন।
নারায়ণগঞ্জ-২ (নির্বাচনী এলাকা ২০৫) এলাকায় মোট ১১৭টি কেন্দ্রের ৭০৬টি কক্ষে ৩ লাখ ৫৯ হাজার ৭৬ জন ভোটার অংশ নেবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৪ হাজার ৪৬১, মহিলা ১ লাখ ৭৪ হাজার ৬১০ এবং হিজড়া ৫ জন।
নারায়ণগঞ্জ-৩ (নির্বাচনী এলাকা ২০৬) এলাকায় ২১০টি কেন্দ্র ও ১১৭১টি কক্ষে মোট ৫ লাখ ৮৩ হাজার ৯৫২ জন ভোটার ভোট দেবেন। পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ৭৪৬, মহিলা ২ লাখ ৮৭ হাজার ২০৪ এবং হিজড়া ভোটার ২ জন।
নারায়ণগঞ্জ-৪ (নির্বাচনী এলাকা ২০৭) এলাকায় মোট ১৭৭টি কেন্দ্র ও ১০১৪টি কক্ষে ৫ লাখ ৩৫ হাজার ৩২৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এ জেলার পুরুষ ভোটার ২ লাখ ৭০ হাজার ১৭, মহিলা ২ লাখ ৬৫ হাজার ৩০৪ এবং হিজড়া ৪ জন।
নারায়ণগঞ্জ-৫ (নির্বাচনী এলাকা ২০৮) এলাকায় মোট ১৬৩টি কেন্দ্রের ৯৩৫টি কক্ষে ৪ লাখ ৭৭ হাজার ৯শ জন ভোটার ভোট দেবেন। পুরুষ ভোটার ২ লাখ ৩৯ হাজার ৫৩০, মহিলা ২ লাখ ৩৮ হাজার ৩৬৫ এবং হিজড়া ৫ জন।
এছাড়া অস্থায়ী কেন্দ্র ও কক্ষে ভোটারদের সুবিধার্থে আরও ১টি অস্থায়ী কেন্দ্র এবং ১৭১টি অস্থায়ী কক্ষ থাকবে।