শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

|

আশ্বিন ১০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে শব্দদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৪৩, ২২ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে শব্দদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

ফাইল ছবি

নারায়ণগঞ্জে শব্দদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সেগুফতা মেহনাজের নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানে সহায়তা করে নারায়ণগঞ্জ থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের কারণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারায় ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসময় মোট ৪,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৫টি হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতিকর প্রভাব রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।