ফাইল ছবি
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার নবীগঞ্জ কামাল উদ্দিন মোড় এলাকার হাবিবুল্লাহ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হাসান (৩৬) ও একই থানার নবীগঞ্জ রুপনগর এলাকার কিতাব আলী মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুমন (২৮) এ ছাড়াও বন্দর থানার মুরাদপুর এলাকার ফজলুল হক ভূঁইয়ার ছেলে চোর ফয়সাল আহাম্মেদ (৩০)। ধৃত ৩ জনের মধ্যে সুমন ও হাসানকে পৃথক ওয়ারেন্টে ও অপরধৃত ফয়সালকে বন্দর থানার দায়েরকৃত ২(৯)২৫ নং মোটরসাইকেল চুরি মামলায় মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার (১০ নভেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

