
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচগাও দেওয়ানপাড়া গ্রামে ইতালি প্রবাসীর একটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।
শুক্রবার (২৩ ম) মধ্যরাতে এই ঘটনা ঘটে।
বাড়ির গৃহকর্তা মোশারফ মোল্লা জানান, মধ্যরাতে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে ডাকাতদল তার বাড়ির সীমানা প্রাচীর দোতলা বিল্ডিং এর কেচি গেটের তালা কেটে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তার স্ত্রী রুমা বেগম ও মেয়ে ঋতু আক্তারকে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা , ১০/১৩ ভরি স্বর্ণালংকার, ৪ মোবাইল ফোনসহ অন্যন্যা মালামাল লুটে নেয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, ঘটনাটি শুনছি। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।