শহীদুল ইসলাম টিটু
ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ভুইগড় জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ভক্তি, শ্রদ্ধা ও রাজনৈতিক আবেগের সমন্বয়।
আয়োজনে আগত নেতারা বলেন, খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক এবং তার সুস্থতা দেশের মানুষের জন্য এক নতুন আশার সঞ্চার করবে। বক্তারা দাবি করেন, দীর্ঘ রাজনৈতিক প্রতিহিংসা, মিথ্যা মামলার বিচার, কারা-জীবন এবং চিকিৎসা অবহেলার মধ্য দিয়ে খালেদা জিয়ার জীবন আজ বিপর্যস্ত। তাই তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া ও প্রার্থনা এখন সময়ের এক আবশ্যকতা।
কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মাতবর সহ-আয়োজক হিসেবে সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, খালেদা জিয়া শুধুই একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে জাতির মায়ের সমতুল্য একটি প্রতীক। এই আয়োজনের মাধ্যমে কুতুবপুরের জনগণ আবারও তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম টিটু, সভাপতি, ফতুল্লা থানা বিএনপি। এডভোকেট আব্দুল বারী ভুইয়া, সাধারণ সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি। হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, সহ সভাপতি, ফতুল্লা থানা বিএনপি। মোহাম্মদ বাবুল আহম্মেদ, সভাপতি, ফতুল্লা বিজ্ঞান প্রমিক। আলহাজ্ব মাজহারুল আলম মিথুন, সিনিয়র সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি। এস এম আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক, কুতুবপুর ইউনিয়ন বিএনপি। মাসুম আহম্মেদ রাজ, সভাপতি, কুতুবপুর ইউনিয়ন যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
বিশেষ অতিথির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভুইয়া সাম্প্রতিক একটি প্রতিবেদনে ফতুল্লা থানায় নাকি রাজনৈতিক কর্মসূচি হয় না এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, পাঁচ আগস্টের পর থেকে ফতুল্লা থানা বিএনপি যত কর্মসূচি করেছে তা অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা মানে তথ্য যাচাই করে লেখা। ভুল তথ্য পরিবেশন করলে জনগণ সাংবাদিকদের প্রতি আস্থা হারাবে। তিনি পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, খালেদা জিয়া আজ দীর্ঘদিন ধরে চিকিৎসা সংকট, রাজনৈতিক প্রতিহিংসা এবং রাষ্ট্রীয় নির্যাতনের শিকার। শেখ হাসিনার পতনের পর দেশ যে স্বস্তির নিশ্বাস ফেলেছে, তার পরও খালেদা জিয়া এখনও স্বাভাবিক চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। তিনি নিজের অতীত নির্যাতনের বিবরণ তুলে ধরে বলেন, ৫ আগস্ট আগে আন্দোলনের সময় আহত হয়ে তার একটি চোখ প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। চিকিৎসার জন্য রাজধানীতে যেতে হলেও বিভিন্ন সময় তাকে বাধা ও নির্যাতনের মুখে পড়তে হয়েছে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বারবার গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করেছে। শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র বিপর্যস্ত হয়ে পড়েছিল, হাজারো বিএনপি নেতাকর্মী খুন, গুম ও নির্যাতনের শিকার হয়েছিলেন। অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ আগস্টে স্বৈরশাসনের পতন ঘটে। এখন জনগণ অপেক্ষা করছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য।
তিনি উপস্থিত নেতাকর্মীদের হাতে দলের ৩১ দফার লিফলেট তুলে দেন এবং প্রত্যেককে এটি পরিবারে আলোচনা করে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। টিটু বলেন, শিক্ষা ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, নারীর নিরাপত্তা ও রাষ্ট্র কাঠামোসহ সব বিষয়ে দলের রূপরেখা জনগণের সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, নারায়ণগঞ্জ চার আসনে একটি শক্তিশালী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে এবং নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করবেন।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। শান্তিপূর্ণভাবে পুরো আয়োজন শেষ হলেও অনেকেই ব্যক্তিগতভাবে আরও দোয়া করতে মাঠে অবস্থান করেন। অনুষ্ঠানে শৃঙ্খলা রক্ষায় স্থানীয় স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করেন।

